
আইন ও আদালতপ্রধান সংবাদ
বনানী থেকে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ডেইলি টাইমস ২৪: রাজধানীর বনানী এলাকায় চেকপোস্ট থেকে আশরাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানার ডিউটি অফিসার এসআই জোবায়দুর রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনই বলা হচ্ছে না।
রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে কনস্টেবল পদে যোগদান করেন তিনি। রনি মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পি প এম) কর্মরত ছিলেন বলে জানা গেছে।