আন্তর্জাতিকলিড নিউজ

বেসরকারি ফলাফলে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা

ডেইলি টাইমস ২৪: তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু অ্যাজেন্সি। তবে সরকারিভাবে এখন পর্যন্ত এরদোয়ানের বিজয়ের ঘোষণা আসেনি। অবশ্য সরকারি ফলাফলেও এগিয়ে ছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা আহমেত ইয়েন জানান, ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে এতে ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। অন্যদিকে, এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক ৫৩ শতাংশ। আহমেত ইয়েন বলেন, এখন পর্যন্ত দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে।
বিবিসি বলছে, এটি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারিভাবে ফলাফল জানানোর প্রথম ঘোষণা।

Show More

আরো সংবাদ...

Back to top button