প্রধান সংবাদবিজ্ঞান ও প্রযুক্তি

ঈদের আগের ২ দিনে রাজধানী ছেড়েছেন সাড়ে ৫০ লাখ সিম ব্যবহারকারী

ডেইলি টাইমস ২৪: ঈদের ছুটিতে গত ২ দিনে রাজধানী ছেড়েছেন মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার সিম ব্যবহারকারী।

তিনি আরও জানান, ২৭ ও ২৮ জুন মোট ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে, তাই ঠিক কতজন ঢাকা ত্যাগ করেছেন বা প্রবেশ করেছেন তা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না।’

Show More

আরো সংবাদ...

Back to top button