আন্তর্জাতিকলিড নিউজ

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন, ৫২ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে এক বহুতল ভবনে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জোহানেসবার্গে এ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরো কয়েকডজন।
জরুরি ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদছি বলেছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বেশিরভাগই নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে ভবন ধোঁয়ায় ছেয়ে গেছে।
আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button