
জেলার সংবাদলিড নিউজ
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাটে আগুন
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে আগুন লেগেছে। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে বাবুরহাটের উত্তর পাশে খালপাড় মেইন গলির দোকানগুলোতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত।
তিনি বলেন, এখনো পর্যন্ত সাত থেকে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।