প্রধান সংবাদরাজনীতি

তফসিল প্রত্যাখ্যান ইসলামী ঐক্যজোটের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ফরমায়েশি ও একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইসলামী ঐক্যজোট।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের চেয়ারম্যান এ্যাড. মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, বিরোধী সকল দল ও অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে ঘোষিত এই তফসিল ইসলামী ঐক্যজোট প্রত্যাখ্যান করছে। একই সাথে একতরফা নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একতরফা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন জনগণের সাথে তামাশা করেছে। দেশে নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। এই নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না।

Show More

আরো সংবাদ...

Back to top button