প্রধান সংবাদরাজনীতি

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্র ও শনিবার দলের জাতীয় পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে গতকাল শনিবার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিপিবি দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সভায় জনমত উপেক্ষা করে দলীয় সরকার বহাল রেখে নির্বাচনী তফসিল ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরুর আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। এ ছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকার নিশ্চিত করে নির্বাচনী তফসিল পুনর্নির্ধারণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বর্তমান পরিস্থিতি, নির্বাচন ও করণীয় বিষয়ে আলোচনা উত্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পোশাকশ্রমিকদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার চেষ্টায় উদ্বেগ প্রকাশ করে ন্যায্য মজুরির দাবিতে চলমান আন্দোলন অগ্রসর করার আহ্বান জানানো হয়।
এর আগে শুক্রবার অনুষ্ঠিত জাতীয় পরিষদের সভায় বিভিন্ন জেলার ৪৩ জন প্রতিনিধি জেলার রাজনৈতিক পরিস্থিতি ও ঘোষিত নির্বাচন সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

Show More

আরো সংবাদ...

Back to top button